করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলু।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) জাতীয় পার্টির পক্ষ থেকে এ তথ্য জানায়। জিয়াউদ্দিন আহমেদ বাবলু বর্তমানে ধানমন্ডির ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে ডাক্তাররা।
এদিকে জিয়াউদ্দিন আহমেদ বাবলুর দ্রুত সুস্থতা কামনা করে সবার দোয়া চেয়েছেন দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।
জিয়া উদ্দীন আহমেদ বাবলু বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ। ২০১৪ সালে (চট্টগ্রাম-৯) আসন থেকে নির্বাচিত দশম জাতীয় সংসদের সদস্য এবং জাতীয় পার্টির বর্তমান মহাসচিব। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একজন ‘সংসদ সদস্য’ হিসাবে নির্বাচিত হন।