• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

হাসপাতালে নন-কোভিড সেবা চালুর নির্দেশনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২১, ০৯:৪৫ এএম
হাসপাতালে নন-কোভিড সেবা চালুর নির্দেশনা

দেশে করোনার সংক্রমণ ও মৃত্যুর হার কমে যাওয়ায় রাজধানীর ১৭টি হাসপাতালকে নন-কোভিড সেবা চালুর নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রাজধানীর ১৭টি হাসপাতালে করোনা রোগীদের জন্য় চিকিৎসার ব্যবস্থা করা হয়। এতে নন-কোভিড রোগীদের সেবা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায়  ১৭টি হাসপাতালকে নন-কোভিড সেবা চালুর নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুতই সব হাসপাতালে চিঠি পাঠানো হবে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিউয়ার জেনারেল নাজমুল হক বলেন, "আমরা এ বিষয় নিয়ে আলোচনা জন্য সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি বৈঠক করবো। বৈঠকে কে কি বলে তার উপর ভিত্তি করে মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাবো। মন্ত্রণালয় যেভাবে নির্দেশনা দিবে আমরা সেভাবেই কাজ করবো।"

এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, হাসপাতালগুলোতে এখন ৭৫ ভাগ শয্যা খালি রয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম বলেন, "আগের তুলনায় করোনা রোগীর সংখ্যা কমেছে। এখন নন-কোভিড সার্ভিস দেওয়া হবে। রোগীদের ভোগান্তি কমানোর জন্যই হাসপাতালগুলোকে চিঠি দেওয়া হয়েছে।"

Link copied!