• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

হাফ পাসের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০২:২২ পিএম
হাফ পাসের দাবিতে রাজধানীতে শিক্ষার্থীদের গাড়ি ভাঙচুর

বাসে হাফ পাস ভাড়া চালুর দাবিতে রাজধানীর ফার্মগেট ও সায়েন্স ল্যাবে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২০ নভেম্বর) থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে সড়কের উভয় পাশের পরিবহন ভাঙচুর করেন। এ সময় তাদের সঙ্গে পরিবহন শ্রমিকদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়।

কিছু সময়ের মধ্যে রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনী রাস্তায় সতর্ক অবস্থান নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। তখন শিক্ষার্থীরা প্রতিটি বাসের গায়ে ‘হাফ পাস আছে’ লিখে ছেড়ে দেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিদিন অনেক শিক্ষার্থী বাসে চলাচল করলেও তাদের থেকে হাফ ভাড়া নেওয়া হচ্ছে না। উল্টো বাসচালক ও হেলপাররা শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এর আগে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা প্রথমে বিক্ষোভ ও পরে সড়ক অবরোধ করেন। এ সময় বেশ কয়েকটি গাড়িও আটক রাখেন শিক্ষার্থীরা।

সম্প্রতি জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। তবে যাত্রীদের অভিযোগ সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি নিচ্ছে বাসগুলো। এছাড়া শিক্ষার্থীদেরও হাফ ভাড়ার প্রথা মানতে চাইছে না বাস মালিকরা। এ ঘটনায় রাজধানীর মিরপুর, বনানী, রামপুরা ও নীলক্ষেত এলাকায় যাত্রী, বাসচালক ও শিক্ষার্থীদের মধ্যে কয়েক দিন ধরে বেশ কিছু ঘটনা ঘটেছে।

Link copied!