• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

হাফ পাসের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ১২:০৯ পিএম
হাফ পাসের দাবিতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

হাফ ভাড়া কার্যকরের দাবিতে সড়ক আটকে বিক্ষোভ করছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা কলেজের মূল ফটকের সামনের মিরপুর রোডে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। 

শিক্ষার্থীরা জানান, গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাসের দাবি দীর্ঘদিনের। কিন্তু পরিবহন শ্রমিকরা হাফ পাস না নিয়ে শিক্ষার্থীদের বাজে ব্যবহার করেন। শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে যেন হাফ পাস নিশ্চিত করতে হবে। এছাড়া পরিবহন শ্রমিকরা যেন শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ না করেন।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন ঢাকা কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক ড. আব্দুল কুদ্দুস সিকদারসহ বেশ কয়েকজন শিক্ষক। তারা আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রস্তাব দিয়েছেন। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে বিক্ষোভ অব্যাহত রেখেছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!