• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

হাইকোর্টে ৫০টি বেঞ্চ গঠন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২২, ০৮:০৮ পিএম
হাইকোর্টে ৫০টি বেঞ্চ গঠন

অবকাশকালীন ছুটি শেষে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকার্য পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নির্দেশনা অনুসারে এসব বেঞ্চ গঠন করা হয়। পরে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতির নির্দেশনায় বলা হয়েছে, আমি ‘এতদ্বারা নির্দেশ করিতেছি যে, আগামী ৩ এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য বেঞ্চগুলো গঠন করা হলো।

প্রধান বিচারপতি ২১টি একক এবং ২৯টি দ্বৈত বেঞ্চসহ সর্বমোট ৫০টি বেঞ্চ পুনর্গঠন ও বিচারকদের দায়িত্বভার নির্ধারণ করে দিয়েছেন।

এর আগে এ বছরের গত ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত সুপ্রিম কোর্ট অবকাশকালীন ছুটি পালন করে।

Link copied!