রাজধানীর দারুস সালাম এলাকায় সড়ক দুর্ঘটনায় সামান্তা আলম জ্যোতি (১৯) নামের এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিলয় (২২) নামের আরও একজন।
বৃহস্পতিবার (১০ মার্চ) রাত একটার দিকে দুর্ঘটনা ঘটে।
নিহত জ্যোতি মিরপুর ২ নম্বরে অবস্থিত ইউসেফ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী ছিলেন। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের নুরুল আলমের মেয়ে।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পাশ দিয়ে দ্রুতগতির একটি ট্রাক চলে যায়। এ সময় নিলয় নিয়ন্ত্রণ হারান। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত পৌনে দুইটার দিকে সামান্তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।