• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বচ্ছতা-নিরপেক্ষতার ভিত্তিতে কাজ করবে সার্চ কমিটি: আইনমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২২, ০১:০৬ পিএম
স্বচ্ছতা-নিরপেক্ষতার ভিত্তিতে কাজ করবে সার্চ কমিটি: আইনমন্ত্রী

বর্তমানে সরকার প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সার্চ কমিটিকে কাজ করতে হবে বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে জাতীয় সংসদে নির্বাচন কমিশন আইন নিয়ে আলোচনায় মন্ত্রী এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘বর্তমানে সরকার প্রস্তাবিত নির্বাচন কমিশন আইন অনুযায়ী স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সার্চ কমিটিকে কাজ করতে হবে। কমিশনের যোগ্যতার বিষয়ে আইনে নির্দেশনা দেওয়া আছে। সেই নির্দেশনা সামনে রেখে সার্চ কমিটিকে কাজ করতে হবে।’

নির্বাচন কমিশন আইন প্রণয়ন নিয়ে বিভিন্ন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘সংসদের বাইরে নির্বাচন কমিশন আইন তৈরি নিয়ে কথা বলেছেন অনেকে। এ ইস্যুতে একটা আন্দোলন তারা তৈরি করতে চেয়েছিলেন। যখন আইন তৈরি হয়ে গেল, এখন আর আন্দোলনের মসলা পাচ্ছে না। তাই বলছে তড়িঘড়ি কেন করছেন?’

আইনমন্ত্রী এ সময় সুশাসনের জন্য নাগরিক (সুজন) প্রস্তাবিত নির্বাচন কমিশন আইনের সঙ্গে সরকার প্রস্তাবিত নির্বাচন কমিশন আইনের মিল ও অমিল নিয়েও কথা বলেন।

Link copied!