• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

স্কুলে ভর্তি হতে না পেরে মানববন্ধন


সাভার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৩:৩৬ পিএম
স্কুলে ভর্তি হতে না পেরে মানববন্ধন

সাভারে পৌর এলাকায় একটি শতবর্ষী স্কুলে ৬১ জন শিক্ষার্থী ভর্তি নিয়ে রয়েছে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। এ নিয়ে স্কুলে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিরাজ করছে চাপা ক্ষোভ।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে সাভার পৌর এলাকা থানা রোড মহল্লায় অধর চন্দ্র স্কুলের সামনে ভর্তি  ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা মানববন্ধন করেন।

শিক্ষার্থীরা জানান, ওই স্কুলে প্রাথমিক শাখায় ওই ৬১ জন শিক্ষার্থী পড়াশোনা করেছে। কিন্তু পঞ্চম শ্রেণি থেকে ৬১ জন শিক্ষার্থী উত্তীর্ণ হওয়ার পরও সাভার অধর চন্দ্র স্কুলে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি নিচ্ছেন না শিক্ষকরা। 

শিক্ষার্থী দিনহানের বাবা দাউদ জানান, তার ছেলে পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ হয় সাভার অধর চন্দ্র স্কুল থেকে। কিন্তু স্কুলের শিক্ষকরা লটারি করে ভর্তি করার কারণে শিক্ষার্থীরা বাদ পড়েছে।

অন্যদিকে অধর চন্দ্র সরকারি উচ্চবিদ্যালয়ে প্রাথমিক শাখার প্রধান শিক্ষিকা মিসেস রোকেয়া হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Link copied!