• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

সোমবারও হবে বৃষ্টি, কমবে তাপমাত্রা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২২, ১১:১১ এএম
সোমবারও হবে বৃষ্টি, কমবে তাপমাত্রা

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সোমবারও (২৪ জানুয়ারি) হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এই কারণে খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আরও দু-এক দিন এই আবহাওয়া বিরাজ করতে পারে। এছাড়া সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

এদিকে রোববার (২৩ জানুয়ারি) বিকেল থেকে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। বৃষ্টিতে তাপমাত্রা কমে শীতের তীব্রতা বেড়ে যায়। আকাশও ছিল মেঘলা।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, “পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে। এই আবহাওয়া আরও দু-এক দিন থাকতে পারে। তাপমাত্রাও কমবে।”

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Link copied!