• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
একই পরিবারের ৩ জন নিহত

সেন্টমার্টিন পরিবহনের চালক ও হেলপার আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২২, ০৪:০৫ পিএম
সেন্টমার্টিন পরিবহনের চালক ও হেলপার আটক
ফাইল ছবি

রাজধানীর মাতুয়াইল এলাকায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় সেন্টমার্টিন পরিবহনের বাসচালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব।

শনিবার (২২ জানুয়ারি) র‌্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেন।

আ ন ম ইমরান খান বলেন, “মাতুয়াইল এলাকায় সেন্টমার্টিন পরিবহনের বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহতের ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব।”

এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

এর আগে শুক্রবার (২১ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইল মেডিকেলের সামনে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা একই পরিবারের তিনজন নিহত হন। এ দুর্ঘটনায় অটোরিকশা চালকসহ আহত হয়েছে আরও এক শিশু।

নিহতরা হলেন : আব্দুর রহমান (৬৫), শারমিন (৩৮) ও রিয়াজুল ইসলাম (৪৫)।

Link copied!