• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

সেই গাড়িচালকের ফাঁসি চাইলেন মেয়র তাপস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৪:১২ পিএম
সেই গাড়িচালকের ফাঁসি চাইলেন মেয়র তাপস

রাজধানীর গুলিস্তানে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে চাপা দেওয়া গাড়িচালকের ফাঁসি চাইলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ফজলে নূর তাপস।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় নগর ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন মেয়র তাপস।

মেয়র বলেন, “আমি আপনাদের সব দাবির সঙ্গে একমত। আমি সেই গাড়িচালকের ফাঁসি চাই।”

মেয়র আরও বলেন, “আমার কাছে আমার সন্তানের সুখ, সন্তানের হাসি গুরুত্বপূর্ণ। আমি দাবি করি, সেই খুনির যেন ফাঁসি হয়। আমি চাই ঢাকা শহরে যেন আর কোনো নাঈমের মৃত্যু না হয়।”

মেয়র তাপস বলেন, “আপনাদের প্রথমে আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জানাই। আমরা অনেক কিছু বলতে পারি না। কিন্তু আপনার বলতে পারেন। আমাদের অনেক কিছু হজম করতে হয়, আপনাদের হয় না।”

ডিএসসিসির মেয়র আরও বলেন, “আপনারা জানেন, এই করোনা মহামারির মাঝেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংস্কারের কাজ হাতে নিয়েছি। এখনো অনেক জঞ্জাল বাকি আছে, এখনো অনেক অনিয়ম আছে। আপনারা আজ যে শক্তি প্রদর্শন করেছেন, সে শক্তিতে বলীয়ান হয়ে আমি আপনাদের কাছে ওয়াদা করছি, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব জঞ্জাল মুক্ত করব।”

এ সময় সেই গাড়িচালকের সর্বোচ্চ শাস্তি দাবি করে মেয়র বলেন, “আমাদের তারপরও আইনের আওতায় থাকতে হয়। আমাদের সরকারি নিয়মকানুন মানতে হয়। সেই নিয়মকানুন মেনে যে গাড়িচালকের দায়িত্বে ছিল, আরেক জনকে দিয়ে চালিয়েছে, তাদের শাস্তি পেতে হবে। যার দায়িত্ব ছিল তাকে আমরা সাময়িক বরখাস্ত করেছি। আর যে তখন গাড়ি চালিয়েছিল, তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব। আপনাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমি বলি, সেই খুনির ফাঁসি চাই।” 

ঢাকা দক্ষিণের মেয়র বলেন, “আমাদের সড়ক নিরাপদ সড়ক হবে। আমাদের নির্বাচনী ইশতেহার ছিল সচল ঢাকা। সেই ঢাকা হবে নিরাপদ ঢাকা।”

Link copied!