• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

সুন্দরবন মার্কেটে ডিএসসিসির উচ্ছেদ অভিযান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৮, ২০২২, ০৯:৩৬ পিএম
সুন্দরবন মার্কেটে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
ছবি: সংবাদ প্রকাশ

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটের অবৈধ স্থাপনা ও দোকান অপসারণে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযানে সুন্দরবন মার্কেটের ৩৮টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এর মধ্যে ১৮টি দোকান ভেঙে ফেলা হয়। বাকি ১৭টি দোকানের মালিকেরা নিজ দায়িত্বে ভেঙে নিয়ে যান।

মঙ্গলবার (৮ মার্চ) দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, “ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিনের নেতৃত্বে গুলিস্তান সুন্দরবন সুপার মার্কেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রধান সম্পত্তি কর্মকর্তার সঙ্গে ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনিরুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান উপস্থিত ছিলেন। অভিযান আগামীকালও (বুধবার) পরিচালিত হবে।”

জানা গেছে, সুন্দরবন স্কয়ার সুপার মার্কেটে আগে ৭৫৩টি দোকান ছিল। এর মধ্যে মার্কেটের সিঁড়ি, হাঁটা-চলার পথ, লিফট, টয়লেটসহ বিভিন্ন জায়গা দখল করে নকশা বহির্ভূত অবৈধ দোকান গড়ে উঠেছিল। এসব উচ্ছেদে ২০২০ সালের ১৭ ডিসেম্বর অভিযান পরিচালনা করে ডিএসসিসি। অভিযানের পর কিছু অংশ ফাঁকা হলেও ফের এগুলো দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত আজ এসব দোকান উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে।

এর আগে সুন্দরবন স্কয়ার মার্কেটে অবৈধ দখল উচ্ছেদের পর তা পার্কিং হিসেবে ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তখন বলা হয়েছিল, ইজারার মাধ্যমে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করবে ডিএসসিসি।

Link copied!