• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সিনেমার দিন ভালোর দিকে যাচ্ছে:  তথ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০৬:৩১ পিএম
সিনেমার দিন ভালোর দিকে যাচ্ছে:  তথ্যমন্ত্রী

সিনেমার দিন ভালোর দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। আগারগাঁওস্থ মুক্তিযুদ্ধ জাদুঘরে শুক্রবার (১১ মার্চ) মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব ‘১০ম লিবারেশন ডকফেস্ট’ বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ১১ মার্চ শুরু হয়ে এই আয়োজন চলেবে ১৫ মার্চ ২০২২ পর্যন্ত।

প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘‘সিনেমার দিন ভালোর দিকে যাচ্ছে। সরকার নতুন সিনেমা হল নির্মাণ বা আধুনিকায়নের জন্য ঋণ দিচ্ছে। শুধু অনুদান দিয়ে সিনেমা শিল্প বাঁচিয়ে রাখা যায় না। এ শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করেছেন।’’

তিনি আরও বলেন, ‘‘প্রতিটি মানসম্মত নাটক সিনেমার শেষে সমাজের জন্য একটি বার্তা থাকে। সেই বার্তাটা যেন আমাদের তরুণদের জীবন গড়ার ক্ষেত্রে, দেশ গড়ার ক্ষেত্রে এবং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগানো যায়।’’

বিশেষ অতিথি হিসেবে উৎসবে বক্তব্য রাখেন সাবেক সংস্কৃতিমন্ত্রী, সংসদ সদস্য ও অভিনেতা আসাদুজ্জামান নূর এমপি। তিনি বলেন, ‘আজকে মুক্তিযুদ্ধ জাদুঘর বাংলাদেশের গর্বের জায়গা। এটি বাংলাদেশের সকল মানুষের গর্ব। জাতীর পিতার ডাকে আমরা যারা মুক্তিযুদ্ধে নয়মাস ছিলাম, আমরা কখনো অনুভব করিনি তিনি আমাদের মাঝে নেই। প্রতিটি মুহূর্ত আমাদের মনে হয়েছে তারই নেতৃত্বে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। তাই আসলে বাস্তবে হয়েছে।’’ 

তিনি আরও বলেন,‘‘সিনেমা সমাজের কথা ভাবতে শেখায়। দেশের কথা ভাবতে শেখায়। আপনারা যত বেশি আমাদের সঙ্গে থাকবেন, আমরা তত বেশি গতিশীল হবো, ততো সমৃদ্ধ হবো। যে অসাম্প্রদায়িক ও মুক্তচিন্তার বাংলাদেশ আমরা দেখতে চাই, সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো।’’ 
 
এ বছরের মুক্তি ও মানবাধিকার বিষয়ক প্রামাণ্যচিত্র উৎসব ‘১০ম লিবারেশন ডকফেস্টে’  বিশ্বের বিভিন্ন দেশ থেকে একুশ শতাধিক ছবি জমা হয়েছিল। তার মধ্যে ১৪০টি ছবি প্রদর্শিত হবে। 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে ইরানের চলচ্চিত্র নির্মাতা মারজান খোসরাভ পরিচালিত চলচ্চিত্র ‘দ্যা স্নো কলস’ প্রদর্শিত হয়।

Link copied!