• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

সায়েন্স ল্যাব থেকেও সরলেন শিক্ষার্থীরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ০৩:০৫ পিএম
সায়েন্স ল্যাব থেকেও সরলেন শিক্ষার্থীরা
ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্স ল্যাব মোড় থেকে সরলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের পর দুপুর ১টা ৪৫ মিনিটে রাস্তা ছেড়ে দেন আন্দোলনকারীরা। এরপর সড়কে যানচলাচল স্বাভাবিক হয়৷

এর আগে দুপুর ১টায় গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত, গুলিস্তানে নটর ডেম কলেজের ছাত্র নিহত ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচার চেয়ে সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, সিদ্ধেশ্বরী কলেজসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই অবরোধ কর্মসূচিতে অংশ নেন। এর ফলে অবরোধে সায়েন্স ল্যাব মোড় দিয়ে যানবাহন চলাচন বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, নটর ডেমের ছাত্র মরে, প্রশাসন কী করে’, ‘চাঁদপুরে ছাত্র মরে, প্রশাসন কী করে’, ‘নাঈম হত্যার বিচার চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকউজ্জামান বলেন, “দুপুরে কয়েকজন শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করলে আমরা তাদের সঙ্গে কথা বলি। পরে তারা রাস্তা ছেড়ে দেয়। এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে।”

অন্যদিকে সহপাঠী নিহতের ঘটনার বিচার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন নটর ডেম কলেজের শিক্ষার্থীরা। ৪৮ ঘণ্টার মধ্যে শিক্ষার্থী নাঈম হাসান নিহতের ঘটনার বিচার না হলে আগামী রোববার থেকে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়ে বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আন্দোলনরত নটর ডেম কলেজের শিক্ষার্থীরা এ আলটিমেটাম দেন।

Link copied!