• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘সারা বিশ্বে নজির স্থাপন করেছে শেখ হাসিনার উন্নয়ন’


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মে ১২, ২০২২, ০৯:৪৪ পিএম
‘সারা বিশ্বে নজির স্থাপন করেছে শেখ হাসিনার উন্নয়ন’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সারা বিশ্বে নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তিনি বলেছেন, “আজ আমরা ৩০ হাজার কোটি টাকার পদ্মা সেতু তৈরি করেছি নিজেদের টাকা দিয়ে। এ দেশের কৃষক-শ্রমিকদের টাকা দিয়ে। এটাই আজকের বাংলাদেশ।”

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে কৃষিমন্ত্রী বলেন, “ফখরুল ইসলাম আলমগীর বয়ান দিয়ে যাচ্ছেন। প্রতিদিন গাইছেন ‘বাংলাদেশে নির্বাচন করার মতো পরিবেশ নেই।’ ওনারা কোনো দিন পরিবেশ পাবেনও না।”

আব্দুর রাজ্জাক বলেন, “নির্বাচন কমিশন আছে। সংবিধান অনুযায়ী এবং জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও পার্শ্ববর্তী দেশ ভারতে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেভাবে নির্বাচন হবে।”

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম প্রমূখ।

Link copied!