• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

সাবেক এমপি সৈয়দ মকবুল হোসেন আর নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৭, ২০২২, ০১:১০ পিএম
সাবেক এমপি সৈয়দ মকবুল হোসেন আর নেই

সি‌লেট-৬ (গোলাপগঞ্জ-‌বিয়ানীবাজার) আস‌নের সা‌বেক সংসদ সদস্য (এমপি), বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মকবুল হো‌সেন লেচু মিয়া মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

বুধবার (১৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

সৈয়দ মকবুল হোসেনের একমাত্র ছেলে সৈয়দ তানভীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার ধানমন্ডির তাকওয়া মসজিদে জানাজা শেষে বনানী গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে।

১৯৪৬ সালে সিলেটের গোলাপগঞ্জের পশ্চিম আমুড়া ইউনিয়নের সুন্দিসাইল গ্রামে সৈয়দ মকবুল হোসেনের জন্ম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে বিএ এবং এমএ পাশ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠান করেন। দানশীল ব্যক্তি হিসেবেও পরিচিত তিনি। ১৯৮৬ ও ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৮৬ সালে এরশাদ সরকারের বিরোধিতা করে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন। ২০০১ সালে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

Link copied!