• ঢাকা
  • রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৫ রজব ১৪৪৬

সাংবাদিক সাইমন ড্রিং আর নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২১, ০১:৩৪ পিএম
সাংবাদিক সাইমন ড্রিং আর নেই

ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং মারা গেছেন। শুক্রবার (১৬ জুলাই) লন্ডনে একটি হাসপাতালে তলপেটে সার্জারি চলাকালে তার মৃত্যু হয়।

মঙ্গলবার (২০ জুলাই) সাইমন ড্রিংয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত সাংবাদিক তুষার আব্দুল্লাহ।

মুক্তিযুদ্ধে কলম আর ক্যামেরা হাতে নিজের জীবন বাজি রেখে বাংলাদেশিদের পাশে দাঁড়িয়েছিলেন সাইমন ড্রিং।

সাইমন ড্রিং বাংলাদেশে ২০০০ সালে এসেছিলেন এ দেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভি গড়ে তোলার প্রধান কারিগর হিসেবে। পরে ২০০১ সালে চ্যানেলটি বন্ধ করে দেওয়ায় তিনি বাংলাদেশ ত্যাগ করেন। 

সাইমন ড্রিংয়ের জন্ম ইংল্যান্ডে, ১৯৪৫ সালে। তিনি সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিক হিসেবে কাজ করেছেন ১৮ বছর বয়স থেকে।

Link copied!