• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬
অবৈধ সম্পদ 

সম্রাটকে আদালতে হাজির করার নির্দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৩:১৭ পিএম
সম্রাটকে আদালতে হাজির করার নির্দেশ

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ইসমাইল চৌধুরী সম্রাটকে কারাগার থেকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনই তার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের শুনানি অনু্ষ্ঠিত হবে।

বুধবার (২২ সেপ্টেম্বর) মামলাটির অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য ছিল। কিন্তু যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ও ক্যাসিনো সম্রাটখ্যাত সম্রাটকে কারাগার থেকে আদালতে হাজির না করায় অভিযোগপত্র গ্রহণের শুনানি হয়নি।

এর আগে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ আগামী ২৫ অক্টোবর সম্রাটের উপস্থিতিতে অভিযোগপত্র গ্রহণের জন্য দিন ধার্য করেন।

আদালতের সংশ্লিষ্ট দুদক শাখার সাধারণ নিবন্ধন কর্মকর্তা আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
 
মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবেক যুবলীগ সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে দুই কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। 

২০১৯ সালের ১২ নভেম্বর বাদী হয়ে তার বিরুদ্ধে মামলাটি করেন দুদক উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম। 

দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

Link copied!