সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এখনো দেশ-বিদেশে ষড়যন্ত্রের ছক আঁকা হচ্ছে। কেউ কেউ দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। যারা সরকারের উন্নয়ন-অগ্রগতি সহ্য করতে পারে না, তারাই ষড়যন্ত্রের চোরাগলির মাধ্যমে ক্ষমতায় যেতে চাচ্ছে।”
শনিবার (২৮ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র ও বঙ্গবন্ধু হত্যাকাণ্ড’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন সেতুমন্ত্রী।
সেমিনারে ওবায়দুল কাদের বলেন, “জনগণের সমর্থন না পেয়ে বিএনপি ষড়যন্ত্রের পথে হাঁটছে। তারা দেশ-বিদেশের নানা স্থানে মিটিং, লবিস্ট নিয়োগ এবং অর্থ বিনিয়োগের মাধ্যমে ষড়যন্ত্রের ধারাবাহিকতা বজায় রেখেছে। খুনি-ঘাতকদের সবচেয়ে নির্ভরযোগ্য ঠিকানা। ইতিহাসে কার কী ভূমিকা তা সবার জানা আছে।”
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জানাজা নিয়ে দলটির মহাসচিবের বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, “মানুষ একজন প্রেসিডেন্টের জানাজা পড়েছে। কিন্তু কফিনে যে লাশ ছিল তা তো দেখাতে পারেননি। পাকিস্তানের প্রেসিডেন্ট জিয়াউল হকের জানাজায়ও হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল। কিন্তু কফিনে তো তার লাশ ছিল না।”
ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রহমতুল্লাহ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছার ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু প্রমুখ।