• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

সপ্তাহখানেক পর নামবে তীব্র শীত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২২, ১২:৫৮ পিএম
সপ্তাহখানেক পর নামবে তীব্র শীত

সোমবার রাত থেকে দেশে ঘন থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। অবশ্য তাতে তাপমাত্রা খুব একটা কমবে না। তবে সপ্তাহখানেক পর দেশে বৃষ্টি হতে পারে। তারপর নামতে পারে তীব্র শীত। 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে উপমহাদেশের উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ এখন ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় আছে। অন্যদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ আছে বঙ্গোপসাগরে।  

আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানান, মঙ্গলবার থেকে শীতের অনুভূতি বেড়ে যাবে। দেশের উত্তরাঞ্চলের রংপুরে এবং ময়মনসিংহ অঞ্চলে কুয়াশার পরিমাণ বাড়বে। তবে তীব্র হবে না।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি মাসের ৯ থেকে ১০ তারিখের পর দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। তখন তীব্র শীত পড়তে পারে।

বজলুর রশীদ আরও জানান, সপ্তাহখানেক পর তীব্র শীত আসতে পারে। উত্তরাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা আছে। এরপরই সারা দেশে তীব্র শীত পড়তে পারে।

এদিকে রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে, ২৯ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

Link copied!