করোনাভাইরাস সংক্রমণে সবচেয়ে ঝুঁকিতে থাকা ৬০ বছরের বেশি বয়সীদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
জাহিদ মালেক বলেন, “আমরা জানি করোনায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন বয়স্করা। তাই ৬০ বছরের বেশি বয়সী নাগরিকদের বুস্টার ডোজ দেওয়া হবে।”
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেল্টার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ করোনার নতুন এই ধরন। ইতিমধ্যে ওমিক্রনের সংক্রমণ রোধে সতর্ক অবস্থানে আছে সরকার।”
এ সময় দুঃখ প্রকাশ করে মন্ত্রী বলেন, “গত এক মাসে ২৪০ জন আফ্রিকা থেকে দেশে এসেছেন। এখন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের মোবাইল ফোনও বন্ধ।”
জাহিদ মালেক বলেন, “বর্তমানে আফ্রিকা মহাদেশ থেকে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে। যদি আসে তাহলে ১৪ দিনের কঠোর কোয়ারিন্টিন অবশ্যই মানতে হবে। এছাড়া কর্তৃপক্ষকে বলবো, বিদেশ থেকে যারা আসবে, তাদের যেন মনিটরিং করা হয়।”
জাহিদ মালেক আরও বলেন, “দেশের সব সীমান্তে কঠোর কড়াকড়ি আরোপ করা হবে। সব জেলায় চিঠি দেওয়া হবে। সংক্রমণ ঠেকাতে সব ধরনের সামাজিক রাজনৈতিক অনুষ্ঠান সীমিত করতে হবে।”
দেশের করোনা পরিস্থিতি মোকাবিলায় আগের চেয়ে বেশি সক্ষমতা বেড়েছে বলেও মনে করেন স্বাস্থ্যমন্ত্রী।