• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শুরু হয়েছে বারুণীর হিম মেলা 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২২, ০৫:০৪ পিএম
শুরু হয়েছে বারুণীর হিম মেলা 
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে শুরু হয়েছে বারুণী’র হিম মেলা। শুক্রবার (২১ জানুয়ারি) বেলা ১১টা থেকে মেলা শুরু হয়ে চলবে আগামীকাল রাত ৮টা পর্যন্ত। 

দু’দিনব্যাপী আয়োজিত এ মেলায় বিভিন্ন ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেছে ২৭টি স্টল ও ৫টি খাবারের দোকান। পাশাপাশি থাকছে দেশীয় পোশাকের এক ভিন্ন আয়োজন।

এছাড়া ক্রেতাদের চাহিদা মাথায় রেখে এবার প্রতিটি স্টলে রাখা হয় সৃজনশীল সব নান্দনিক কর্মের সংযোজন আর এই সৃজনশীল কাজের সফলতা যেন পর্বতের চূড়ায় পৌঁছাতে পারে সে উদ্দেশ্যকে মাথায় রেখেই বারুণী মেলার নিয়মিত আয়োজন করে আসছে অনলাইনভিত্তিক এই সংগঠনটি।

সব নিয়মনীতি মেনে মেলা চলবে সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত। তবে মেলায় বাধ্যতামূলক মাস্ক ও হ্যান্ড সেনিটাইজারের ব্যবস্থা রাখা হয়েছে।

বিভিন্ন স্টলে প্রদর্শিত হবে দেশীয় পোশাকের এক ভিন্ন মাত্রার সৃজনশীল প্রকাশ যা দর্শক ক্রেতাদের মনে ধীরে ধীরে ঠাঁই করে নিচ্ছে তাঁদের নিজস্ব অবস্থান।

মেলার আয়োজক বারুণী প্রতিষ্ঠাতা সুস্মিতা সুস্মি এবং সঞ্জিব ঘোষ বলেন, “নারীরা এগিয়ে যাবে তাদের সৃজনশীল কর্ম দক্ষতায়। মেলা আয়োজনের পর থেকেই ব্যাপক সাড়া পাচ্ছি। ক্রেতাদের কাছে বারুণী মেলা মানেই দেশীয় পোশাকের সমারোহে নতুন যুগের নতুন ফ্যাশন।”

জানা যায়, বারুণ’র হিম মেলায় হ্যান্ডমেইড গয়না, শাড়ি, মুখরোচক খাবার, হোমমেইড ফেসিয়াল প্যাক প্রভৃতির স্টল বসেছে। দেশীয় সকল শাড়ি যেমন জামদানি, মনিপুরি, মোমবাটিকের স্টল বসেছে। বিভিন্ন ফুলের, কাঠের, কাপড়ের নানাবিধ ডিজাইনের গয়নার সমাহার রয়েছে গয়নার স্টলগুলোতে। বিভিন্ন জেলা থেকেও উদ্যোক্তারা অংশ নিয়েছেন। সব পণ্য দেশীয় এবং বেশিরভাগ উদ্যোক্তারাই অনলাইন উদ্যোক্তা।

শীতকালের হিম বাতাসে লেগে থাকা কুয়াশা আর শীতের আমেজকে প্রাধান্য দিয়ে দেশীয় পণ্যের নতুন সৃষ্টি সম্ভারে সাজানো এবারের মেলার নামকরণ করা হয়েছে বারুণী হিম মেলা।

বারুণী শব্দের অর্থ হিমালয়ের কন্যা, সংগঠনটির আত্মপ্রকাশের পর থেকেই দেশীর পণ্যের বিচিত্র সমাহার নিয়ে আয়োজন করে আসছে বারুণী মেলার।

Link copied!