• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শীতলক্ষ্যায় লঞ্চডুবি : তদন্ত কমিটি গঠন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৭:০৪ পিএম
শীতলক্ষ্যায় লঞ্চডুবি : তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে লঞ্চডুবির কারণ উদঘাটন করতে তিন সদস্যের তদন্ত কমিটি করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আ ন ম বজলুর রশীদকে আহ্বায়ক করে এ কমিটি গঠন করা হয়।

রোববার (২০ মার্চ) নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি বলা হয়েছে, বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক) মুহাম্মদ রফিকুল ইসলামকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। এছাড়া নৌ-পরিবহন অধিদপ্তরের নটিক্যাল সার্ভেয়ার অ্যান্ড এক্সমিনার ক্যাপ্টেন আবু সাইদ মোহাম্মদ দেলোয়ার রহমানকে কমিটির সদস্য করা হয়েছে।

কমিটি দুর্ঘটনাস্থল পরিদর্শন করে কারণ উদঘাটন ও দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি বা সংস্থাকে শনাক্ত করবে। এছাড়া তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে নৌ-পরিবহন মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

এর আগে দুপুরের দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে রূপসী-৯ নামের কার্গো জাহাজের ধাক্কায় একটি লঞ্চ ডুবে যায়। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে অন্তত ২০ জন যাত্রী নিখোঁজ আছেন।

Link copied!