সিলেট নগরীর রায়নগরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৭ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযুক্ত তরুণের নাম মিলন মিয়া (২০)। তিনি সুনামগঞ্জ জেলার দিরাই থানার মাজেরগাঁওয়ের আবু তাহেরের ছেলে। তিনি পেশায় নির্মাণশ্রমিক।
পুলিশ জানায়, রায়নগর দর্জিবন্দ এলাকার একটি কলোনির ৪ বছরের শিশুকে একই কলোনির বাসিন্দা মিলন মিয়া রোববার সন্ধ্যায় তার ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি ঘরে এসে তার মা-বাবাকে বিষয়টি খুলে বলে। এ ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে সোমবার বিকেলে সিলেট কোতোয়ালি থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর কোতোয়ালি থানার পুলিশ বিকেল ৪টায় অভিযান চালিয়ে নগরীর শিবগঞ্জ বাজার থেকে মিলনকে গ্রেপ্তার করে।
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আসামিকে মঙ্গলবার আদালতে পাঠানো হবে।