• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

শিল্পকলার ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২২, ০২:৩৮ পিএম
শিল্পকলার ডিজিকে দুদকের জিজ্ঞাসাবাদ

ঘুষ, দুর্নীতি, অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে জানতে শিল্পকলা একাডেমির মহাপরিচালক (ডিজি) লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৬ জানুয়ারি) সকাল ১০টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন দুদকের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি দল।

এর আগে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন লিয়াকত আলী লাকী। এর কিছুক্ষণ পরেই তাকে জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সংশ্লিষ্ট সূত্র।

প্রায় এক যুগ ধরে শিল্পকলা একাডেমির ডিজির দায়িত্বে থাকা লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ঘুষগ্রহণ, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এছাড়া ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ, বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে অর্থপাচারসহ সরকারি তহবিল থেকে ২৬ কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এসব সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে লিয়াকত আলীর বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। এজন্য দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ও সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে একটি দল গঠন করা হয়। পাশাপাশি বিষয়টি তদারকির জন্য দায়িত্ব দেওয়া হয় দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে।

অনুসন্ধান দল গঠনের পর গত ৫ জানুয়ারি লিয়াকত আলী লাকীকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানাতে নোটিশ পাঠায় দুদক। পাশাপাশি শিল্পকলার গত দুই অর্থবছরের বাজেট, ব্যয় এবং ভার্চুয়াল অনুষ্ঠানের নথিপত্র চাওয়া হয়। সেসব নথিপত্র ইতোমধ্যে দুদকে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Link copied!