নিরাপদ সড়ক ও হাফ ভাড়ার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে তাদের মায়েরাও ঢুকে গেছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
রোববার (৫ ডিসেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে চলমান বিভিন্ন ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, “এখন ছাত্রদের আন্দোলনে দেখা যাচ্ছে ৩০-৩৫ বছর বয়সী ছাত্রের মায়েরাও ঢুকে গেছেন। আমরা সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলাম রাজনৈতিক দলের নেত্রী স্কুল ড্রেস পরে আন্দোলন করছেন। আর কালকে আমি টেলিভিশনে কয়েকটি মুখ দেখলাম, তাদের দেখে মনে হয় না তারা স্কুলের ছাত্র বা ছাত্রী। এখন তাদের মধ্যে রাজনীতিবিদরা ঢুকে গেছে। রাজনৈতিক উদ্দেশ্যও সেখানে ঢুকে গেছে।”
সুতরাং ছাত্রদের যাতে কেউ রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে জন্য সতর্ক থাকতে হবে বলেও জানান মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, “নিরাপদ সড়কের জন্য আন্দোলন করছে ছাত্ররা, সে জন্য আমরা সহানুভূতিশীল। পাশাপাশি তারা যে হাফ ভাড়ার জন্য আন্দোলন করছে, সে জন্য প্রধানমন্ত্রী তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে বিআরটিসি বাসে সারা দেশে হাফ ভাড়া কার্যকর করেছেন তিনি। ইতোমধ্যে বাস মালিক সমিতি হাফ ভাড়া ঢাকা ও চট্টগ্রামে কার্যকর করেছে।”
মন্ত্রী আরও বলেন, “নিরাপদ সড়ক শুধু শিক্ষার্থী না, আমরা সবাই নিরাপদ সড়ক চাই। সে দাবির প্রতি আমাদেরও সমর্থন আছে। কিন্তু তাই বলে রাস্তাঘাট আটকে আন্দোলন করা, সেটা কতটুকু যৌক্তিক? অন্য মানুষের ভোগান্তিতে ফেলে আন্দোলন করা সেটা কতটুকু যৌক্তিক, সে প্রশ্নও থেকে যায়।”
এ সময় মানবিকতা দেখিয়ে খালেদা জিয়াকে বিদেশ পাঠানো হবে কি না- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, “বিদেশে পাঠানোর ক্ষেত্রে আইনি বাধ্যবাধকতা ও প্রতিবন্ধকতা নিয়ে আইনমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। খালেদা জিয়ার প্রতি যে মানবিকতা প্রদর্শন করা হয়েছে, সেটির জন্য বিএনপি সরকারকে ধন্যবাদও জানায়নি। বরং প্রতিনিয়ত বিষোদগার করছে।”
তথ্যমন্ত্রী বলেন, “আমরা চাই খালেদা জিয়া সুস্থ হোক, আল্লাহর কাছেও প্রার্থনা করি। আশা করছি, তিনি খুব সহসা সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন। কিন্তু বিএনপির দাবি রাজনৈতিক। কোনো ইস্যু তৈরি করতে না পেরে মাঠ গরম করার জন্য তারা নানাভাবে কথা বলছে। তারা তো জনগণের জন্য রাজনীতি করে না। তাদের রাজনীতি পুরোটাই আবর্তিত হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক রহমানের শাস্তি নিয়ে। এর বাইরে তারা যেতে পারছেন না, এটি তাদের জন্য দুঃখজনক।”
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, “ওরা তো শুধু খালেদা জিয়াকে লন্ডনে পাঠাতে চায়। কারণ সেখানে তারেক রহমান আছে। ডাক্তার বাবুও প্রেস কনফারেন্সে তাই বলেছেন। পাশাপাশি আরও দুটি দেশের নাম বলেছেন যুক্তরাষ্ট্র ও জার্মানি, সেখানে গেলেও রাজনীতি করতে সুবিধা হবে। কারণ সেখান থেকেও তো দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়।”
তারা যেভাবে দাবি-দাওয়া করছেন, সেটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এর মধ্যে দুরভিসন্ধি আছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এই নেতা।