• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আইনি নোটিশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ০১:৩৯ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে আইনি নোটিশ

করোনা মহামারি নির্মূল না হওয়া পর্যন্ত সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আইনি নোটিশ দিয়েছেন এক আইনজীবী।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ ছয়জনকে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

আইনজীবী জানান, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত বাতিল করে বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রচার করার অনুরোধ করা হয়েছে। অন্যথায় এ বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। কয়েক দফা ছুটি বাড়িয়ে অবশেষে চলতি মাসের ১২ সেপ্টেম্বর সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। টানা পাঁচ দিন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলছে।  এরই মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে আইনি নোটিশ দেওয়া হলো।

Link copied!