• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬
বাম জোটের হরতাল

শাহবাগে অবরোধ, পল্টনে মিছিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২২, ১০:১৩ এএম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম জোটের অর্ধদিবস হরতাল চলছে। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নিয়েছেন হরতাল সমর্থকরা। তারা রাস্তার ওপর কাঠ, ব্যানার পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন।

সোমবার (২৮ মার্চ) সকাল ৮টা থেকে তাদের এই অবরোধ শুরু হয়। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন তারা।

ছাত্র ইউনিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শিমুল কুম্ভকার বলেন, “করোনার দুই বছরে জনগণের আয় কমেছে। এই মুহূর্তে দ্রব্যমূল্য বাড়লেও কিন্তু আয় বাড়েনি। এই অবস্থায় আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে দামের এই ঊর্ধ্বগতি থামবে না। তাই বাম জোটের ডাকা হরতালে আমরা সমর্থন দিয়ে এখানে অবস্থান করছি। আমরা শান্তিপূর্ণ হরতাল পালন করছি।”

এদিকে হরতালের সমর্থনে পল্টনে মিছিল করেছেন বাম জোটের নেতারা। সকাল ৬টার দিকে হরতালের সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা-কর্মীরা পল্টন মোড় মিছিল বের করেন। মিছিলটি মতিঝিল, গুলিস্তান, বিজয়নগর ঘুরে আবার পল্টন মোড়ে অবস্থা নেয়। এছাড়া পল্টন মোড়ে ব্যারিকেড দিয়ে যানচলাচল বন্ধ করে দিয়েছে। 

বাম জোটের হরতালকে কেন্দ্র করে পুলিশসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের পল্টন মোড়ে অবস্থান নিতে দেখা গেছে। 

পল্টন মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ থেকে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করছি। মানুষ রাস্তায় নেমে এসেছে। এ হরতালে কোনো ধরনের উসকানি দেবেন না।”

Link copied!