• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ১১:১৪ এএম
লরির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

রাজধানীর বনশ্রীতে লরির ধাক্কায় আবু নাসের (৩৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু নামের সাভারের আমিনবাজার মানিক নগর এলাকায় থাকতেন। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ীতে।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহরিয়ার জানান, দুর্ঘটনার পর আবু নাসেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই শাহরিয়ার আরও জানান, আবু নাসের চিটাগাং বুল হোটেলে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লরিচালক নুরুল ইসলাম (৪০) ও তার সহকারী ইমরান হোসেনকে (২২) আটক করা হয়েছে। লরিটিও জব্দ করা হয়েছে।

Link copied!