লকডাউনের তৃতীয় দিন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:০৯ পিএম
লকডাউনের তৃতীয় দিন

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলছে সারাদেশে কঠোর লকডাউনের তৃতীয় দিন।

শনিবার (৩ জুলাই) সকালে লকডাউনের তৃতীয় দিনে রাজধানীর সড়কে মানুষের উপস্থিতি দেখা যায়।

রাজধানীর রামপুরা, মগবাজার, শ্যামলী, পান্থপথ, ধানমন্ডি, ফার্মগেট এলাকায় ঘুরে দেখা গেছে, সড়কে রয়েছে ব্যক্তিগত গাড়ি। পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে সব গুরুত্বপূর্ণ পয়েন্টেই তল্লাশি করছেন। রাস্তায় ব্যারিকেড দিয়েছেন। অপ্রয়োজনে ঘরের বাইরে বের হয়েছেন, এমন কাউকে পেলে জরিমানা করছেন। 

এলাকার দোকানগুলো সকাল থেকেই খোলা ছিল। নিত্যপণ্যের বাজারেও ছিল মানুষের উপস্থিতি। প্রধান সড়ক কিছুটা ফাঁকা থাকলেও এলাকার অলিগলিতে মানুষের চলাচল বেশি দেখা গেছে।

দেশজুড়ে বৃহস্পতিবার থেকে ৭ দিনের কঠোর বিধিনিষেধ শুরু হয়। লকডাউনের দ্বিতীয় দিনে সন্ধ্যা ৭টা পর্যন্ত ২১৩ জনকে জরিমানা করা হয়। মোট ২ লাখ ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ৩২০ জনকে আটক করা হয়েছে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!