রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকার রয়েল টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ৩০ মিনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার (২৮ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান শিকদার।
শাহজাহান শিকদার বলেন, “রাজধানীর পুরান ঢাকার ইসলামপুর এলাকার রয়েল টাওয়ারে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের কোন খবরও পাওয়া যায়নি।”
এর আগে আজ দুপুর ২টা ১০ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। তখন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান শিকদার আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন।