• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রূপগঞ্জের অগ্নিকাণ্ডে নিহত আরও ২১ জনের মরদেহ হস্তান্তর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০১:১৯ পিএম
রূপগঞ্জের অগ্নিকাণ্ডে নিহত আরও ২১ জনের মরদেহ হস্তান্তর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ডে নিহত আরও ২১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শনিবার (৭ আগস্ট) দুপুরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর হতে পারে বলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্রে জানা যায়।

অগ্নিকাণ্ডে মৃত ২৪ জনের মরদেহ ৪ আগস্ট স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এই পর্যন্ত মোট ৪৫ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে বলে জানা যায়। সিআইডির ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার মাধ্যমে মরদেহ শনাক্ত করা হয়।

অগ্নিকাণ্ডে নিহত মোট ৪৮ জন শ্রমিক-কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। সেই মরদেহগুলো ঢামেক মর্গেই রাখা হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এদিকে মরদেহ দাফনের জন্য প্রতি পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে বলে জানায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক।

ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের মরচুয়ারি অ্যাসিস্ট্যান্ট সিকান্দার আলী জানান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা মরদেহগুলো ঢামেক মর্গে আনা হয়েছে। মরদেহের কফিনে মৃত ব্যক্তির নাম, ঠিকানা লেখা আছে। সেই অনুযায়ী স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করবেন সিআইডি পুলিশ।

গত ৮ জুলাই সন্ধ্যায় রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুন লাগে। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানি হয়। যাদের মধ্যে ৪৯ জনের মরদেহ পুড়ে যায়।

এ ঘটনায় রূপগঞ্জ থানায় ১০ জুলাই একটি হত্যা মামলা করেন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নাজিম উদ্দিন। মামলাটির তদন্তের দায়িত্ব পায় সিআইডি।

Link copied!