• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

রাহাত টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২২, ০১:১১ পিএম
রাহাত টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বাংলামোটরে রাহাত টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১১ ইউনিটের ২ ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বেলার ১২.৩০ মিনিটের দিকে এ আগুনের তথ্য জানান ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লে. কর্নেল জিল্লুর রহমান। এর আগে সকাল সাড়ে দশটায় অগ্নিকাণ্ডের সূচনা হয়।

জিল্লুর রহমান বলেন, “আমরা ১১টা ৪ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে ১১.৮ মিনিটের দিকে এসে নিয়ন্ত্রণে কাজ করা শুরু করি। সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”

আগুনের সূত্রপাত জানতে চাইলে তিনি আরো বলেন, “এখনও আগুন লাগার সঠিক কারণ জানা যাইনি। তবে শর্ট সার্কিট কিংবা এসি থেকে আগুন লাগতে পারে প্রাথমিক ধারণা করা হচ্ছে।”

আগুন ভবটির ১২তম তলায় পুরো ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ভবনটির ১২তম তলা পুরোটা ছাই হয়ে গেছে। তবে অন্য কোনো ফ্লোরে আগুন ছড়ায়নি।

ভবনটিতে বেসরকারি টেলিভিশন যমুনা টিভি ও ভবনের ৯ তলায় রয়েছে বেসরকারি টেলিভিশন বিজয় টিভির অফিস। ভবনের বিভিন্ন ফ্লোরে রয়েছে একাধিক প্রতিষ্ঠানের অফিস। 

যমুনা টিভির রিপোর্টার মনিরুল ইসলাম বলেন, “১২ তলা ভবনটির ১২তম তলায় ছিলো যমুনা টিভির অফিস। ভবনের ভিতরের সবাই নিরাপদে বের হয়ে গেছেন।” 

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আগুন লাগার পরপরই ভবনটিতে অবস্থানরত সবাই বের হয়ে যেতে সক্ষম হয়েছেন। 

Link copied!