• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

রাস্তার পাশ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৩, ২০২২, ০১:৩৫ পিএম
রাস্তার পাশ থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন সড়কের পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৩ ফেব্রুয়ারি) ভোরে শাহবাগ থানা-পুলিশ দুই নবজাতকের মরদেহ উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) শাহাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ফটকের বিপরীত পাশের রাস্তার পাশে পরিত্যক্ত অবস্থায় একটি বাক্সে কাপড়ে মোড়ানো দুটি নবজাতকের মরদেহ পাওয়া যায়। কে বা কারা নবজাতক দুটির মরদেহ এভাবে ফেলে গেছে, তা জানা যায়নি।

নবজাতকদের বয়স সর্বোচ্চ এক থেকে দুই দিন হতে পারে বলে জানান এসআই শাহাবউদ্দিন।

ময়নাতদন্তের জন্য নবজাতক দুটির মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হবে।

Link copied!