আরও ৮টি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের তারিখ চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দলগুলো এ বৈঠক করবে।
সোমবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য গণমাধ্যমকে জানানো হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী- আগামী ২২ ডিসেম্বর (বুধবার) বিকেল ৪টায় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), ২৬ ডিসেম্বর (রোববার) বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, সন্ধ্যা ৬টায় বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নেবে।
এছাড়া আগামী ২৭ ডিসেম্বর (সোমবার) বিকেল ৪টায় বাংলাদেশ তরিকত ফেডারেশন, সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিস, ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৪টায় বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, ২৯ ডিসেম্বর (বুধবার) বিকেল ৪টায় বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সন্ধ্যা ৬টায় ইসলামী ঐক্যজোটের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।
এদিকে আজ (সোমবার) রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অংশ নিয়েছে জাতীয় পার্টির প্রতিনিধি দল।
অন্যদিকে বর্তমান ইসির পাঁচ বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এ সময়ের মধ্যেই রাষ্ট্রপতি নতুন কমিশন গঠন করবেন। আর ওই কমিশনের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এর আগে নবম, দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ হয়েছিল।