রাজধানীর প্রবেশদ্বারগুলোতে কড়া পাহারা 


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ১০:১৩ পিএম
রাজধানীর প্রবেশদ্বারগুলোতে কড়া পাহারা 

রাজধানীতে ঢুকার প্রবেশদ্বারগুলোতে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ। স্থানগুলোতে কড়া পাহারা চলছে।

মঙ্গলবার (২২ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। গাজীপুরের ওপর দিয়ে উত্তরবঙ্গসহ কয়েকটি অঞ্চলের যোগাযোগ বিচ্ছিন্ন আছে।

গণপরিবহন থেকে শুরু করে কোনো ধরনের যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। যানবাহন না পেয়ে অফিসগামী মানুষ দুর্ভোগে পড়েছেন।

সোমবার (২১ জুন) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, মঙ্গলবার (২২ জুন) থেকে ৩০ জুন পর্যন্ত মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মাদারীপুর ও গোপালগঞ্জে বিধিনিষেধ (লকডাউন) আরোপ করা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী এলাকার রায়েরবাগ বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসানো হয়েছে। এদিকে মহাসড়কে দূরপাল্লার বাস সেভাবে চোখে পড়েনি।

তল্লাশিচৌকিতে দায়িত্বরত ডেমরা ট্রাফিক জোনের উপ-পরিদর্শক (এসআই) বিষ্ণু শর্মা বলেন, “নির্দেশনা রয়েছে ঢাকা থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যেতে পারবে না এবং কোনো বাস ঢাকায় ঢুকতেও পারবে না। আমরা সেই নির্দেশনা বাস্তবায়ন করছি।”

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকাকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার ধরা হয়। হাইওয়ে ও থানা–পুলিশ আলাদাভাবে চেকপোস্ট বসিয়ে যানবাহনের গতিরোধ করছে। যানবাহন দেখলেই ফেরত পাঠাচ্ছে পুলিশ। 

গাজীপুরের কোনাবাড়ী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর গোলাম ফারুক বলেন, “রাতে কিছু গাড়ি রাস্তায় যানজটে আটক ছিল, সেগুলো ভোরে যেতে দেওয়া হয়েছে। কিন্তু এখন কোনো যানবাহনই চলতে দেওয়া হচ্ছে না। সকালে থেকে স্থানীয় কোনো যানবাহন রাস্তায় দেখা যায়নি। কেউ বের হলে তাদের আটকিয়ে দেওয়া হচ্ছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!