• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

রাজধানীতে শিশুসহ গৃহবধূর লাশ উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৮:৩৬ এএম
রাজধানীতে শিশুসহ গৃহবধূর লাশ উদ্ধার

রাজধানীর মীরহাজীরবাগ এলাকা থেকে শিশুসহ গৃহবধূ রোমা আক্তারের (২৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে মীরহাজীরবাগের এক বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্বামী আব্দুল অহিদ তার স্ত্রী ও সন্তানকে হত্যা করে পালিয়ে গেছেন। নিহত শিশুটি নাম রিশাদ। তার বয়স দেড় বছর। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, রাত ১১টার দিকে মীরহাজীরবাগের এক ভাড়া বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, “প্রাথমিকভাবে জানতে পেরেছি পরকীয়ার সূত্র ধরে ঘটনাটি ঘটেছে। স্বামী আব্দুল অহিদ হাতুড়ি ও বালিশ চাপা দিয়ে তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেছেন।”

আব্দুল অহিদকে আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!