• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

রাজধানীতে মানব পাচারকারী চক্রের ২ হোতা আটক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১, ০৩:৪৭ পিএম
রাজধানীতে মানব পাচারকারী চক্রের ২ হোতা আটক

রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের দুই হোতা লিটন ও আজাদকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শনিবার (১১ সেপ্টেম্বর) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

এর আগে গত শুক্রবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এএসপি ইমরান খান জানান, মানব পাচারকারী চক্রের দুই মূল হোতা লিটন ও আজাদকে আটক করা হয়েছে। শনিবার বিকেল চারটায় কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!