রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ১২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৬,৯৫৪ পিস ইয়াবা, ১৯৬ গ্রাম হেরোইন, ৬৮ কেজি ৬৯০ গ্রাম গাঁজা, ২০টি নেশাজাতীয় ইনজেকশন ও ১০০ গ্রাম আইস জব্দ করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশে নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকাল ছয়টা থেকে শুক্রবার (১৯ নভেম্বর) থেকে সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯২টি মামলা করা হয়েছে।