• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৯:৪১ পিএম
রাজধানীতে চলন্ত গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে চলন্ত অবস্থায় একটি জিপ গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। 

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক বিভাগের বিমানবন্দর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, “রাত সাড়ে ৮টার দিকে বিমানবন্দর সড়কে হঠাৎ একটি জিপ গাড়িতে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।”

তবে আগুনে গাড়ির ভেতরে থাকা কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!