রাজধানীর বিমানবন্দর থানার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দ্রুতগামী গাড়ির চাপায় অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
তার আনুমানিক বয়স (৬০) বছর। এ সময় নিহতের পরনে ছিল ময়লা চেক লুঙ্গি ও টি শার্ট।
রোববার (৫ সেপ্টেম্বর) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।
বিমানবন্দর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে সকালে এক নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর থেকে আমরা মরদেহ উদ্ধার করি।
এসআই আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা ক্রাইমসিনকে খবর দিয়েছি, ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় জানা যাবে।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।