• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

রওশনকে দেখে এলেন বিদিশা ও এরিক 


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২১, ০৪:০১ পিএম
রওশনকে দেখে এলেন বিদিশা ও এরিক 

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক সংসদের বিরোধীদলীয় নেতা রওশন।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টার তাকে দেখতে যান বিদিশা সিদ্দিক এবং তার ছেলে শাহতা জারাব এরিক।

বিদিশা বলেন, “ম্যাডামের শারীরিক অবস্থা খুব দুর্বল। তিনি ঠিকভাবে কথা বলতে পারছিলেন না। আমরা কিছুক্ষণ তার পাশে ছিলাম।”

“বিরোধীদলীয় নেতা রওশন আমার ও এরিকের কথা শুনেছেন।”

বিদিশা আরও বলেন, “বিরোধীদলীয় নেতার পাশে দাঁড়িয়ে তার সুস্থতার জন্য দোয়া করেছি।”

জাপার প্রতিষ্ঠাতা এইচএম এরশাদের মৃত্যুর পর তার ভাই জিএম কাদের দলটির চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্বে রয়েছেন।

জিএম কাদের বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দলীয় এক অনুষ্ঠানে বলেন, “দলের প্রধান পৃষ্ঠপোষক রওশনকে চিকিৎসকের মতামতের ভিত্তিকে বিদেশে নেওয়া হবে।”

Link copied!