• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৬

যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৩:২৫ পিএম
যাত্রাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীর মাতুয়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহিদুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 

রোববার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী ইমন বলেন, “আজ সকালে নিমতলী চৌরাস্তার ইবাদত ক্যালেন্ডারের কারখানায় কাজ করার সময় শ্রমিক জাহিদুল বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে ঢামেক হাসপাতালের নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।” 

তার গ্রামের বাড়ী পটুয়াখালী জেলা। তার বাবার নাম জাকির হোসেন জানান ইমন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানানো হয়েছে।”

Link copied!