• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

ময়লার স্তূপে মিললো নারীর দগ্ধ লাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ০২:৩৮ পিএম
ময়লার স্তূপে মিললো নারীর দগ্ধ লাশ

রাজধানীর যাত্রাবাড়ীতে ময়লার স্তূপ থেকে এক নারীর আগুনে দগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে লাশটি উদ্ধার করা হয়েছে।

লাশটির পরিচয় এখনও পাওয়া যায়নি। 

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সকালে ময়লার স্তূপ থেকে ওই নারীর পোড়া লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি পুড়ে বিকৃত হয়ে গেছে। 

ওসি মাজহারুল ইসলাম আরা জানান, ঘটনাস্থলে নগরীর বিভিন্ন স্থানের ময়লা ফেলা হয়। এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

Link copied!