• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

মোদির বার্তা নিয়ে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২১, ১২:০০ পিএম
মোদির বার্তা নিয়ে বাংলাদেশে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ১০ ডিসেম্বর তিনি ঢাকা এসে পৌঁছাবেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়ে দেশটির পররাষ্ট্র সচিব ১০ ডিসেম্বর ঢাকায় আসছেন। তার সঙ্গে বৈঠক হবে। বিভিন্ন বিষয়ে আলোচনাও করা হবে।

এদিকে স্বাধীনতার শতবর্ষপূর্তি উপলক্ষে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশ সফর করবেন। ভারতের রাষ্ট্রপতি সেই সফর ঘিরেই দেশটির পররাষ্ট্র সচিব ঝটিকা সফরে ঢাকায় আসছেন বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্র সচিব হিসেবে হর্ষ বর্ধন শ্রিংলার এটি হবে দ্বিতীয় দফা ঢাকা সফর। এর আগে পররাষ্ট্র সচিব পদে নিয়োগ পাওয়ার পর গত মার্চে প্রথমবারের মতো তিনি ঢাকা সফর করেন। ঢাকায় ভারতের সাবেক এই হাইকমিশনারের ঝটিকা সফর নিয়ে জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কেউ মন্তব্য করতে রাজি হননি।

তবে ঢাকা-নয়াদিল্লির সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বাংলাদেশ-ভারত সম্পর্কের কোন কোন ইস্যুতে আগামী দিনগুলোতে জোর দিতে হবে, সেই বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৌঁছে দেবেন হর্ষ বর্ধন শ্রিংলা।

Link copied!