• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

মেয়ে-জামাই হত্যার বিচার দেখে যেতে পারলেন না রুনির মা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২২, ০৩:২১ পিএম
মেয়ে-জামাই হত্যার বিচার দেখে যেতে পারলেন না রুনির মা

প্রয়াত সাংবাদিক মেহেরুন রুনির মা নুরুন নাহার মির্জা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

নুরুন নাহারের বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি কিডনি সমস্যাসহ শারীরিক নানা জটিলতা নিয়ে মাসখানেক হাসপাতালে ভর্তি ছিলেন। 

সকালে তার মরদেহ ঢাকার ইন্দিরা রোডের বাসায় নেওয়া হয়েছে। পশ্চিম রাজাবাজার জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা।

এছাড়া জানাজা শেষে আজিমপুর কবরস্থানে সাগর-রুনীর কবরের পাশে তাকে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এর আগে গত বছরের ২১ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে নুরুন নাহার মির্জাকে আয়শা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তিনি আইসিইউতেও ছিলেন। তার দুটো কিডনিই অকেজো ছিল। এরপর ডায়ালাইসিস শুরু করা হয়।

পরে অবস্থার অবনতি ঘটলে সোমবার (৪ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটের আইসিইউতে নিয়ে আসা হয় নুরুন নাহার মির্জাকে। এখানে আজ সকাল ৮টার দিকে মারা যান তিনি।

Link copied!