• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মেয়র পদও হারাতে পারেন জাহাঙ্গীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৮:৩২ এএম
মেয়র পদও হারাতে পারেন জাহাঙ্গীর

আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়ার পাশাপাশি গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদও হারাতে পারেন জাহাঙ্গীর আলম। শুক্রবার (১৯ নভেম্বর) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ ইঙ্গিত দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে মেয়র জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়। 

ওবায়দুল কাদের বলেন, “জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়াও হতে পারে। তিনি বঙ্গবন্ধু এবং আমাদের ইতিহাসকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। এটি স্থানীয় সরকার মন্ত্রণালয়কে জানানো হবে, এরপর মন্ত্রণালয় আইনগত ব্যবস্থা নেবে।”

সেতুমন্ত্রী আরও বলেন, “বৈঠকে সবাই তার (জাহাঙ্গীর আলম) কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের পক্ষে মত দেন। সভাপতি সবার মতামত শুনেছেন। সেই আলোকে তাকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে এবং প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন জাহাঙ্গীর।

ঘরোয়া আলোচনায় মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির ভিডিও ফেসবুকে ফাঁসের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে দুই মাস ধরে সেখানে বিক্ষোভ করছে ক্ষমতাসীন দলের একটি অংশ।

Link copied!