• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মেট্রোরেলের যাত্রী বহনে কেনা হচ্ছে ৩২০টি বাস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ১২:০৯ পিএম
মেট্রোরেলের যাত্রী বহনে কেনা হচ্ছে ৩২০টি বাস

মেট্রোরেলের আগারগাঁও-উত্তরা সড়কে যাত্রী বহনের জন্য ৩২০টি শীতাতপনিয়ন্ত্রিত বাস কিনতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

বিষয়টি নিশ্চিত করে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জানান, বিআরটিসি যাত্রীদের বাস পরিষেবা দিতে প্রস্তুত। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সঙ্গে শিগগিরই একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

মো. তাজুল ইসলাম বলেন, “মেট্রোরেল যাত্রীদের আরামদায়ক সেবাদানে বাসগুলো কেনা হচ্ছে। বাসগুলোতে অত্যাধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে।”

বিআরটিসি চেয়ারম্যান জানান, কোরিয়ান এক্সিম ব্যাংকের অর্থায়নে বাসগুলো কেনা হবে। শিগগিরই ঋণের ব্যাপারে কোনো চুক্তি হবে। ৩০ শতাংশ যন্ত্রাংশসহ ৩২০টি বাসের পেছনে প্রায় ৬০০ কোটি টাকা খরচ হতে পারে।

আগামী ডিসেম্বরে দেশের প্রথম মেট্রোরেল পরিষেবার আগারগাঁও-উত্তরা সড়ক ম্যাস র‌্যাপিড ট্রানজিট লাইন-৬ (এমআরটি-৬) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

Link copied!