• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেক্সিকো যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৩:৩০ পিএম
মেক্সিকো যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিতে দেশটিতে সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আগামীকাল রোববার (২৬ সেপ্টেম্বর) দেশটি সফরে যাবেন প্রতিমন্ত্রী।

শনিবার (২৫ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী লিখেছেন, আমাদের জন্য জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনের উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কের শেষ দিন ছিল আজ। দিন শেষে নেত্রীর কাছ থেকে বিদায় নিলাম। কাল রওনা হবো মেক্সিকোর উদ্দেশে। সেই দেশের ২০০ বছর পূর্তিতে বাংলাদেশের মানুষের শুভেচ্ছা এবং ভালোবাসা নিয়ে।

শাহরিয়ার আলম আরও জানান, তার এ সফরে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক রাজনৈতিক সম্পর্ক এবং ব্যবসায়ীক সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে। ছোট একটি ব্যবসায়ীক প্রতিনিধি দল এবং একটি সাংস্কৃতিক দলও যোগ দেওয়ার উদ্দেশে ঢাকা থেকে রওনা দিয়েছে।

এর আগে মেক্সিকোর স্বাধীনতার ২০০ বছর পূর্তিতে আয়োজিত প্যারেডে কুচকাওয়াজে অংশ নেয় বাংলাদেশের সামরিক কন্টিনজেন্ট। মেক্সিকো সিটিতে আয়োজিত সেই অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ৩৯ সদস্য-বিশিষ্ট কন্টিনজেন্ট প্যারেডে অংশ নেয়।
 

Link copied!