• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মুরাদের ১৭টি অডিও-ভিডিও সরানো হয়েছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ১১:৫৪ এএম
মুরাদের ১৭টি অডিও-ভিডিও সরানো হয়েছে

ফেসবুক ও  ইউটিউব থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের অশালীন বক্তব্যের ১৭টি অডিও-ভিডিও সরানো হয়েছে। এর মধ্যে ফেসবুক থেকে ১৫টি ও ইউটিউব ২টি অপসারণ করা হয়েছে। 

বুধবার (৮ ডিসেম্বর) বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা ই রাকিব এ তথ্য জানান।

খন্দকার রেজা ই রাকিব জানান, ডা. মুরাদের ২৭২টি অডিও-ভিডিও চিহ্নিত করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরই মধ্যে ১৫টি চিহ্নিত করে সেগুলো সরিয়ে ফেলেছে ফেসবুক, আর দুটি মুছে ফেলেছে গুগল।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে মুরাদ হাসান অশালীন বক্তব্য দেওয়ার পর সেটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে তার একটি ফোনকল ফাঁস হয়। সেখানে মুরাদকে আপত্তিকর কথা বলতে শোনা যায়। 

বিষয়টি মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালতের দৃষ্টিতে আনেন। তার মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (৭ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এগুলো সরাতে নির্দেশ দিয়েছিলেন। তারই আলোকে মুরাদের ‘অশ্লীল’ অডিও-ভিডিও সরানো অগ্রগতির জানানো হয়।

Link copied!